দক্ষিনদিনাজপুর

স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পকসো আইনে অভিযুক্তের সাজা ঘোষণা করল বুনিয়াদপুর কোর্ট

আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার পকসো আইন অনুযায়ী সাজা ঘোষণা করল বুনিয়াদপুর কোর্ট। অভিযুক্ত নাজিমুল হককে ১০ বছরের কারাদণ্ড সহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করল আদালত। অনাদায়ে আরও ৩ মাস জেল।

    ২০১৭ সালের ডিসেম্বর মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হরিরামপুরের বোরাগ্রামে আদিবাসী কিশোরী কে ধর্ষণ করা হয়। সে কোনও ক্রমে বাড়ি গিয়ে অভিভাবকদের ঘটনাটি জানায়। এই মর্মে অভিযোগ দায়ের হয় হরিরামপুর থানায়। সেই রাতেই গ্রেপ্তার করা হয় নাজিমুলকে। এতদিন মামলার শুনানি চলেছে। বৃহস্পতিবার ছিল এই মামলার সাজা ঘোষণা। সেই মতো এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত সাজা ঘোষণা করে। গঙ্গারামপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল সেসন জজ বিজয়েশ ঘোষাল এদিন বিকেলে এই রায় ঘোষণা করেন। এই রায়ে খুশি এলাকার লোকজন সহ আদিবাসী সংগঠন আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা।

    এই ঘটনায় আদিবাসী সমন্বয় কমিটির সেক্রেটারি দূর্গা সোরেন জানান, ২০১৭ সালে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এদিন এই মামলার সাজা ঘোষণা করা হয়। তারা আরও খুশি হতেন যদি ওই দোষীর যাবজ্জীবন কারাদন্ড হতো। তবে তারা এই ঘটনার প্রথম থেকেই আন্দোলন করে আসছিলেন। সমাজে এমন ঘটনা আর যাতে না হয় তার জন্য আগামী দিনেও তারা এমন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন।

    এদিকে এদিনের এই সাজা ঘোষণা সম্পর্কে বলতে গিয়ে পাবলিক প্রসিকিউটার প্রতুল মৈত্র বলেন, ২০১৭ সালে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনায় আসামী নাজিমূল হককে ৩৭৬ আইপিসি এবং পকসো অ্যাক্টে তাকে দশ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের জেল ঘোষণা করে আদালত।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/_gk84qlKJC0